সাও পাওলো, ৩ জানুয়ারি (হি. স.) : ফুটবল সম্রাট পেলের শেষকৃত্য আজ সম্পন্ন হবে। মঙ্গলবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ছটায় মেমোরিয়াল নেক্রোপোল ইকুমেনিকায় বিশ্বের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার পেলেকে সমাহিত করা হবে।
গত ২৯ ডিসেম্বর গভীর রাতে সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে চিরনিদ্রার দেশে চলে পাড়ি দিয়েছেন তিন বারের বিশ্বকাপ জয়ী বিশ্বের একমাত্র ফুটবলার এডসন আরান্তেস দি নাসিমেন্তো (পেলে) । ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি।মৃত্যুর পর সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল রাখা ছিল কিংবদন্তীর দেহ । গতকাল সেখান থেকে তাঁর মরদেহ সান্টোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে নিয়ে আসা হয়। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, পেলের পরিবারের সদস্যরা ছাড়াও অগণিত মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। আজ তাঁর শেষকৃত্য ।