BRAKING NEWS

উত্থান শেয়ার বাজারে, ৬১ হাজার ছুঁল সেনসেক্স

মুম্বই, ৩ জানুয়ারি (হি.স.): নতুন বছরে দ্বিতীয়দিনেও অগ্ৰগতি দেখাল দালাল স্ট্রিট । সোমবারের পর মঙ্গলবারও উত্থান শেয়ার বাজারে। সেনসেক্স পৌঁছল ৬১ হাজারে। নিফটি ছাড়াল ১৮ হাজার পয়েন্ট। অনেকেই আশা করছে নতুন বছরে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের উত্থান হবে।

মঙ্গলবার সেনসেক্সের উত্থান হল ১২৬.৪১ পয়েন্ট বা ০.২১ শতাংশ। বাজার শেষে এই সূচক দাঁড়িয়েছে ৬১ হাজার ২৯৪.২০ পয়েন্টে। এদিন নিফটি-ফিফটির অগ্ৰগতি হয়েছে ৩৫.১০ পয়েন্ট বা ০.১৯ শতাংশ। দিনের শেষে নিফটি হয়েছে ১৮ হাজার ২৩২.৫৫ পয়েন্ট। এদিন নিফটি-ফিফটির ৫০টি কোম্পানির মধ্যে ২৭টিতে অগ্ৰগতি হয়েছে। পিছিয়েছে ২৩টি কোম্পানি।

এদিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই অন্তর্ভুক্ত প্রায় ২০০০টি কোম্পানির মধ্যে ১১৩২টি বৃদ্ধির মুখ দেখেছে। কমেছে ৮৬৪টি কোম্পানির শেয়ার দর। বিশেষজ্ঞদের মতে, আগামীদিনে দালাল স্ট্রিট আরও অগ্রগতি করবে। এ কারণে শেয়ারবাজারে বিনিয়োগের পরিমাণও অনেক বাড়ছে।

প্রসঙ্গত, যদি ২০২২ অর্থবর্ষ থেকে ২০২৫ অর্থবর্ষ পর্যন্ত আয় বৃদ্ধির হার ২৫ শতাংশ হলে ভারত বৈশ্বিক বন্ড সূচকে অন্তর্ভুক্ত হবে। এর ফলে পরবর্তী ১২ মাসে প্রায় ২০ বিলিয়ন ডলার শেয়ার বাজারে বিনিয়োগ হবে। দেশে উচ্চহারে কর্মসংস্থান হলে সেনসেক্স ৮০ হাজার ছুঁতে পারে। প্রসঙ্গত, রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর সঙ্গে সঙ্গেই ধস নেমেছিল শেয়ার বাজারে। তবে এবার ধীরে ধীরে সেই খড়া কাটিয়ে গোটা বিশ্ব কাটিয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *