খোয়াইয়ে কিষাণ মোর্চার প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারী৷৷  মঙ্গলবার বিকেলে ভারতীয় জনতা পার্টি কিষাণ মোর্চা মন্ডল কমিটির উদ্যোগে খোয়াই মন্ডল ভিত্তিক প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হয়৷ খোয়াই নৃপেন চক্রবর্তী এভিনিউর মোহর মুক্ত মঞ্চ এই জনসভার আয়োজন করা হয়৷ জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কিষাণ মোর্চার রাজ্য সভাপতি জহর সাহা৷ তাছাড়া খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, জনতা পার্টি খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর দাস সহ অন্যান্য নেতৃত্বরা৷ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কিষাণ মোর্চার উদ্যোগে মন্ডল ভিত্তিক জনসভা৷ এই জনসভায় দলীয় কর্মীর সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়৷ প্রধান বক্তা উনার ভাষণে সিপিএম ও কংগ্রেস দলের নীতি আদর্শের তীব্র সমালোচনা করেন৷