শিলচর (অসম), ৩ জানুয়ারি (হি.স.) : গত ৩১ ডিসেম্বর বরাক উপত্যকার তিন জেলার প্রশাসনিক পরিবর্তনের পর এবার শুরু হচ্ছে শিলচর মিউনিসিপাল কর্পোরেশন এলাকা গঠনের প্রক্রিয়া। কাছাড় জেলার জেলাশাসক রোহানকুমার ঝা (আইএএস)-কে চেয়ারম্যান করে গঠন করা হয়েছে শিলচর মিউনিসিপাল কর্পোরেশনের ডিলিমিটেশন বোর্ড।
রাজ্যপালের তরফে অসম সরকারের গৃহ এবং নগরোন্নয়ন মন্ত্রকের এক নির্দেশে জানানো হয়েছে, ডিলিমিটেশন বোর্ডের চেয়ারম্যান হবেন কাছাড় জেলার ডেপুটি কমিশনার বা তাঁর মনোনীত কোনও আধিকারিক। বোর্ডের অন্যান্য পাঁচ সদস্যরা হচ্ছেন শিলচরের বর্তমান বিধায়ক দ্বীপায়ন চক্রবর্তী, আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি হেমন্ত ভুইয়াঁ, কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক, শিলচর মিউনিসিপাল বোর্ডের বর্তমান এগজিকিউটিভ অফিসার এবং ধুবড়ির সমাজসেবী বিমল ওসওয়াল। নবগঠিত এই বোর্ড শিলচর মিউনিসিপাল কর্পোরেশনের ওয়ার্ডগুলির সীমানা নির্ধারণ করে অসম সরকারের কাছে রিপোর্ট পেশ করবে।