BRAKING NEWS

ডিলিমিটেশনের প্রতিবাদে বিক্ষোভ করিমগঞ্জে

করিমগঞ্জ (অসম), ৩ জানুয়ারি (হি.স.) : সীমান্ত জেলা করিমগঞ্জকে পৃথক করতে রাজ্য সরকারের ‘কুচক্রান্ত’-এর প্রতিবাদে উত্তাল জেলা সদর। আজ মঙ্গলবার জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে এনএসইউআই এবং যুবকংগ্রেস যৌথভাবে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ সাব্যস্ত করে।

তাঁদের দাবি, অবিলম্বে করিমগঞ্জ জেলা থেকে বদরপুরকে আলাদা করার যে চক্রান্ত করা হচ্ছে তা বাতিল করতে হবে। অন্যথায় ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি হবে জেলা জুড়ে। আর এর জন্য দায়ী থাকবে রাজ্য সরকার। সংগঠনগুলির নেতেরা বলেন, শাসকদলের নেতারা মেরুদণ্ডহীন। সাংসদ মানুষের কাছে থেকে টাকা নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারেন। কিন্তু প্রতিবাদ করতে পারেন না। বিধায়করা নীরবতা পালন করছেন মুখ্যমন্ত্রীর ভয়ে। তবে কংগ্রেসিরা জেলার নাগরিকদের স্বার্থে প্রতিবাদ করে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *