ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি।। খুদেদের ক্রিকেটে দুর্দান্ত জয় এগিয়ে চলো সংঘের। হারিয়েছে জি বি প্লে সেন্টারকে। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটের গুরুত্বপূর্ণ খেলায় এগিয়ে চলো সংঘ ২৮ রানের ব্যবধানে জি.বি প্লে সেন্টারকে হারিয়ে চমক তৈরি করেছে। খেলা ছিল ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে। ম্যাচ শুরুতে টস জিতে এগিয়ে চলো সংঘ প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাজদীপ সিংহ অপরাজিত থেকে সর্বাধিক ৩৩ রান পায়। এছাড়া, ময়ুক চৌধুরীর ২৩ রান ও অর্চিত ভৌমিকের কুড়ি রান উল্লেখ করার মতো। জিবি প্লে সেন্টারের রুদ্র দাস ২৮ রানে ২টি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে জি.বি প্লে সেন্টার ৩৬ ওভার ২ বল খেলে ১০৫ রানে তাদের ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে রাজদীপ দেবনাথ ৩৯ রান এবং অর্পণ দেবনাথ ২৪ রান সংগ্রহ করলেও অন্যরা নৈপুণ্য দেখাতে পারেনি বলে শেষ রক্ষা সম্ভব হয়নি। এগিয়ে চলোর সৈকত বৈশ্য ১৩ রানে তিনটি এবং অনিরুদ্ধ বণিক ও ময়ুক চৌধুরী দুটি করে উইকেট পেয়েছে। বিজয়ী এগিয়ে চলো সংঘের রাজদীপ সিংহ পেয়েছে প্লেয়ার অব দ্য ম্যাচের স্বীকৃতি।
2023-01-03