BRAKING NEWS

বিধানসভা ভোট ফেব্রুয়ারীর দ্বিতীয় সপ্তাহে, সম্ভাবনা প্রবল, আরও এবং এআরওদের প্রশিক্ষণে আসছে কমিশনের জাম্বো টিম

আগরতলা, ৩ জানুয়ারী : সাকুল্যে পয়তাল্লিশ দিন সময় রয়েছে বিধানসভা নির্বাচনের৷ প্রশাসনের গতিবিধিতে এমনটাই মনে করা হচ্ছে৷ এই সম্ভাবনার পালে আজ হাওয়া দিয়েছেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী৷ মন্ত্রিসভার সিদ্ধান্ত জানাতে গিয়ে তিনে বারে বারেই খুব শীঘ্রই নির্বাচন ঘোষণা হবে বলে অনুমান প্রকাশ করেছেন৷ এক্ষেত্রে ফেব্রুয়ারীর দ্বিতীয় সপ্তাহেই ২০২৩ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে বলেই সম্ভাবনা তৈরী হয়েছে৷ সেই লক্ষে আগামী সাত জানুয়ারী রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারদের প্রশিক্ষণের জন্য নির্বাচন কমিশনের জাম্বো টিম আসছে৷


কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরা সফরে এসে নির্বাচনের দামামা বাজিয়ে গিয়েছেন৷ এরপর থেকেই শাসক দল বিজেপি পুরোদমে মাঠে নেমে পড়েছে৷ আগামী পাঁচ জানুয়ারী থেকে বিজেপির রথযাত্রা শুরু হচ্ছে৷ সেই রথযাত্রার সূচনায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ ১২ জানুয়ারী বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার হাত দিয়ে রথযাত্রার সমাপ্তি হবে৷ তার ঠিক একমাসের মধ্যেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরী হয়েছে৷

মুখ্য নির্বাচন আধিকারীক কার্য্যালয় সূত্রে খবর আগামী সাত জানুয়ারী নির্বাচন কমিশনের সাত-দশ জনের একটি টিম রাজ্যে আসছে৷ ওই টিম রাজ্যে দুইদিন অবস্থান করবে৷ তাঁরা রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারদের প্রশিক্ষণ দেবেন৷ শুধু তাই নয়, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এবং নির্বাচনের কাজে নিযুক্ত আধিকারীকদের মোতায়েনে বিভিন্ন দিক পর্যবেক্ষণ করবেন৷ তাঁরা ফিরে গিয়ে কমিশনে রিপোর্ট জমা দেবে৷

এদিকে, আগামী ১১ জানুয়ারী নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ রাজ্যে আসছে৷ তার আগে পাঁচ জানুয়ারী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে৷ মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে ভোট সংক্রান্ত সমস্ত দিক খতিয়ে দেখবেন৷ তাঁরা মানুষের দাবী আপত্তি শুনবেন৷ দিল্লি ফিরে গিয়েই কমিশন ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা দেবে৷

ফেব্রুয়ারীর দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের সম্ভাবনার পালে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী হাওয়া দিয়েছেন৷ মন্ত্রিসভার সিদ্ধান্তে আর্যভট্ট বিশ্ববিদ্যালয় উত্তর ত্রিপুরা জেলায় স্থাপনের ক্ষেত্রে বিল আনার বিষয়ে বলতে গিয়ে তিনি বারে বারেই উল্লেখ করেছেন বিধানসভার অধিবেশন ছাড়া ওই বিল আনা সম্ভব নয়৷ তবে, বিধানসভা নির্বাচনের কারণে বিধানসভা অধিবেশন আদৌ সম্ভব হবে কি না তিনি নিশ্চিত ভাবে বলতে পারছেন না৷ শুধু বিধানসভা নির্বাচন ঘোষণার অনুমান থেকে বর্তমান সরকারের মেয়াদে মন্ত্রিসভার আর কোন বৈঠক হবে বলে তিনি নিশ্চিত নন বলে জানিয়েছেন৷ স্বাভাবিক ভাবেই এই মুহুর্তে তাঁর বিধানসভা নির্বাচন নিয়ে অনুমান ফেব্রুয়ারীর দ্বিতীয় সপ্তাহের দিকেই ইঙ্গিত করছে৷ প্রশাসনিক সূত্রে এমনটাই জানা গিয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *