শিলিগুড়ি, ১ জানুয়ারি (হি.স.): বছরের প্রথম দিনেই উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা । রবিবার এমনই জানিয়েছে আবহাওয়া দফতর ।
বছরের প্রথম দিনে রাজ্যে শীতের দাপট কম। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে ঠান্ডার কোনও সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। আগামী তিনদিন শুষ্ক আবহাওয়া। পরিষ্কার আকাশ। রাজ্যের বেশিরভাগ জেলাতেই হালকা-মাঝারি কুয়াশার সম্ভাবনা। খুব কম জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় আজও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। এছাড়া আপাতত রাজ্যের আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

