ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর।।আবারও পরাজিত ত্রিপুরা। এবার বড় ব্যবধানে। উত্তরাখন্ডের বিরুদ্ধে। ১৬০ রানে। শিমোগায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৫ বালিকাদের জাতীয় ক্রিকেটে। কে এস সি এ নাভোলে মাঠে অনুষ্ঠিত ম্যাচে অতিরিক্ত রাড়ের চাপে পড়ে হারলো ত্রিপুরা। অতিরিক্ত খাতে ত্রিপুরা বিপক্ষকে দেয় ৭১ রান। শুক্রবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে উত্তরাখন্ড অতিরিক্ত ৭১ রানের কঁাধে ভর দিয়ে ২৩৮ রান করে ৮ উইকেট হারিয়ে। দলের পক্ষে দলনায়ক শ্রীদ্রা ৫৭ বল খেলে ১১ টি বাউন্ডারির সাহায্যে ৬৫ (অপ:),নীহারিকা ২৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩০, অনণ্যা ৩৬ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৬ এবং করীনা ৩৮ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৭রান করে। ত্রিপুরার পক্ষে অঙ্কিতা তঁাতি ওরিয়া (৪ /৫২) সফল বোলার। জবাবে খেলতে নেমে বিশাল রানের নীচে চাপা পড়ে যায় ত্রিপুরা। রাজ্যদল নির্ধারিত ৩৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ৭৮ রান করতে সক্ষম হয়। ত্রিপুরার পক্ষে রিফু দেববর্মা ৭৮ বল খেলে ৪ টি বাউন্ডারির ২৫, দলনায়িকা অশ্মিতা দেবনাথ ৬৪ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৭ এবং ভূমিকা নায়েক ২২ বল খেলে ২টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। উত্তরাখন্ডের পক্ষে পি দানু (৩/১১) এবং অনণ্যা (২/১০) সফল বোলার। ১ জানুয়ারি ত্রিপুরা খেলবে বিদর্ভের বিরুদ্ধে।
2022-12-30