কিয়েভ, ৩০ ডিসেম্বর (হি. স.) : ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোর রাত থেকেই শহর জুড়ে সাইরেন বেজে উঠে। এদিকে বিমান বা ড্রোন হামলার ক্ষয়ক্ষতি এড়াতে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে কিয়েভের শহর প্রশাসন ।
কিয়েভ অঞ্চলের গভর্নর ওলেক্সি কুলেবা টেলিগ্রামে বলেছেন, একটি ‘ড্রোন আক্রমণ হতে’ চলছে। এদিকে একজন প্রত্যক্ষদর্শী কিয়েভের ২০ কিলোমিটার দক্ষিণে বেশ কয়েকটি বিস্ফোরণ ও বিমান বিধ্বংসের শব্দ শুনেছেন।
স্থানীয় মিডিয়া আউটলেট দ্য কিভ ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, সম্ভাব্য রাশিয়ান ড্রোন হামলার কারণে কিয়েভ, চেরকাসি ও কিরোভোহরাদ অঞ্চলে সতর্কতা জারি করা হচ্ছে।-