জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি সম্পূর্ণ শান্তিপূর্ণ, অশান্তি বাঁধাতে চাইছেন রাহুল : অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি সম্পূর্ণ শান্তিপূর্ণই রয়েছে, অযথা অশান্তি বাঁধাতে চাইছেন রাহুল গান্ধী। তোপ দেগে বললেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। কাশ্মীরে জাতীয় পতাকা উত্তোলন করার কথা ঘোষণা করেছে কংগ্রেস, এরই প্রেক্ষিতে বুধবার সকালে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, রাহুল গান্ধী কী কাশ্মীরের পরিবেশকে খারাপ করতে চাইছেন? অনুরাগ বলেছেন, মোদী সরকারের শাসনকালে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।

তিনি যোগ করেছেন, এক বছর আনুমানিক ১.৬ কোটি পর্যটক জম্মু ও কাশ্মীর ভ্রমণ করেছেন, যা একটি রেকর্ড। রাহুল গান্ধী ও কংগ্রেসের সমালোচনা করে অনুরাগ বলেছেন, এখন পর্যটকরা জম্মু ও কাশ্মীরের প্রতিটি প্রান্তে যেতে পারেন, জম্মু ও কাশ্মীরে পরিস্থিতির উন্নতি হয়েছে। পাথর ছোড়ার ঘটনা নেই। রাহুল গান্ধী কী সেখানে গিয়ে পরিবেশ নষ্ট করতে চান? তিনি আরও বলেছেন, “বর্তমানে যে কেউ জম্মু ও কাশ্মীরের যে কোনও অংশে জাতীয় পতাকা উত্তোলন করতে পারে, কারণ নরেন্দ্র মোদী সরকার জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ এবং ৩৫এ অনুচ্ছেদের বিনাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *