পটনা, ২৮ ডিসেম্বর (হি.স.): বিহারে লোকসভা নির্বাচন-২০২৪-এর প্রস্তুতি শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। রাজ্যে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করা হচ্ছে। এই পর্বে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা ৩ জানুয়ারি বিহারে আসছেন। বৈশালীর গোরাউলে এক জনসভায় ভাষণ দেবেন তিনি।
প্রাক্তন মন্ত্রী জীবেশ কুমারকে সর্বভারতীয় সভাপতির নড্ডার সফর সংক্রান্ত কর্মসূচির ইনচার্জ করা হয়েছে। তাঁর আগমনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। এই সময় নড্ডা রাজ্যের বিজেপি নেতাদের সাথেও বৈঠক করবেন। বিহারে মহাজোট সরকার গঠনের পর এটি জেপি নড্ডার প্রথম সফর।