নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলা কল্যাণ আধিকারিক কার্যালয়ের উদ্যোগে গতকাল বিলোনীয়ার কলেজ স্কোয়ারস্থিত অগিবীনা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় জেলাভিত্তিক ড. বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২২ এবং বাইসাইকেল ও বৈদ্যতিক ওজন মাপার মেশিন বিতরণ অনুষ্ঠান৷ অনুষ্ঠানের উদ্বোধন করে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি কাকলী দাস দত্ত বলেন, বর্তমান সরকার তপশিলি জাতি অংশের জনগণের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে আন্তরিক এবং সেই লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে৷ এই বাইসাইকেল প্রদান, ওজন মাপার মেশিন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান তারই অঙ্গ৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলাশাসক ও সমাহর্তা সাজ বাহিদ এ, ঋষ্যমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বকুল দেবী দেবনাথ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলোনীয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ৷ স্বাগত বক্তব্য রাখেন জেলা কল্যাণ আধিকারিক পারিন্দ্র দাস৷ অনুষ্ঠানে জেলার ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মোট ৬৭৩ জন ছাত্রছাত্রীকে ড. বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার প্রদান করা হয়৷ পাশাপাশি জেলার মোট ৪৭ জন তপশিলি জাতিভুক্ত সুুবিধাভোগীকে বাইসাইকেল ও ২৩২ জন সুুবিধাভোগীকে বৈদ্যুতিক ওজন মাপার মেশিন প্রদান করা হয়৷