পিকনিক দলের ওপর বুনো হাতির হামলা, মৃত্যু শিক্ষকের

নগাঁও (অসম), ২৬ ডিসেম্বর (হি.স.) : বছরের শেষ রবিবার পিকনিকের একটি দলের ওপর বুনো হাতির হামলায় জনৈক যুবশিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি গতকাল সন্ধ্যার দিকে নগাঁওয়ের আমসই এলাকার শিবকুণ্ডে সংঘটিত হয়েছে।

নগাঁও জেলা সদর পুলিশ দফতর সূত্রে জানা গেছে, রহার নামগাঁও থেকে বিখ্যাত পিকনিকস্পট আমসইয়ের শিবকুণ্ডে গিয়েছিল একটি দল। গোটা দিন তাঁরা আনন্দোল্লাসে বনভোজ সেরে বসেছিলেন। তখন লাগোয়া পাহাড় থেকে নেমে এসে তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালায় হাতির পাল। হাতির হামলা থেকে বাকিরা পালিয়ে প্রাণরক্ষা করলেও নিপুল বরদলৈ (৪০) নামের শিক্ষক পালের চক্রব্যূহে পড়ে যান।
এদিকে ঘটনার খবর রাত প্রায় আটটা নাগাদ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে আমচৈ থানা থেকে পুলিশের এক দল। তাঁরা মৃতদেহ উদ্ধার করে তার ময়না তদন্তের জন্য নগাঁও ভোগননী ফুকননী অসামরিক হাসপাতালে পাঠায়। আজ সকালে নিপুল বরদলৈয়ের মরদেহ তাঁর বাড়িতে পৌঁছলে গোটা গ্রামে শোকের বন্যা বইছে।
উল্লেখ্য, অসমের গোলাঘাট জেলার অন্তর্গত বোকাখাত মহকুমার পানবাড়ির আদর্শগ্রামে গত ১৯ ডিসেম্বর বুনো হাতির জনৈক মহিলা রিনা দাস পদদলিত করে মেরেছিল।