নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীন বুনিয়াদি শিক্ষা অধিকর্তা কার্যালয় থেকে দ্বিতীয় দফায় টেট উত্তীর্ণদের জন্য ৭৩৬ টি অফার ইস্যু করা হয়৷ সোমবার রাজধানীর টাউন হল ও মুক্তধারা অডিটোরিয়ামে এই অফারগুলি জমা নেওয়া হয়৷ এদিনের অফার জমা নেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর খুব শীঘ্রই দপ্তর থেকে তাদের পোস্টিং দেওয়া হবে বলে জানা গেছে৷ এরপর আর কোন টেট উত্তীর্ণ নেই বলে জানা গেছে৷ এদিন নিয়ম মেনে টাউন হল ও মুক্তধারায় অফার গুলি জমা রাখা হয়৷
2022-12-26

