বাপু এবং প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীকে প্রণাম জানাতে রাজঘাটে রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): বাপুকে শ্রদ্ধা জানাতে সোমবার সকালে রাজঘাটে পৌঁছেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এদিন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকেও শ্রদ্ধা জানান।

রাহুল আজ বিজয় ঘাটে পৌঁছে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে শান্তি বনে, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে শক্তি স্থলে, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে বীরভূমি পৌঁছে শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, ভারত জোড়ো যাত্রা শনিবার দিল্লি পৌঁছেছে। রাহুল গান্ধী একই দিনে বাপুর সমাধিতে গিয়ে শ্রদ্ধা জানাতে যাচ্ছিলেন। কিন্তু পদযাত্রায় ভিড় বেড়ে যাওয়ায় এ কর্মসূচি স্থগিত করা হয়।