ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর।।অমরপুরে ছোটদের ক্রিকেট এখন অন্তিম পর্যায়ে। অমরপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৩ বালকদের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে। তাতে দক্ষিণ অমরপুর টাউন দ্বাদশ স্কুল এবং অমরপুর ইংলিশ মিডিয়াম স্কুল পরস্পরের মুখোমুখি হবে। খেলা হবে চন্ডিবাড়ি গ্রাউন্ডে, ওই দিন সকাল ৯ টা থেকে। উল্লেখ্য, লীগের শেষ ম্যাচে আজ, সোমবার দেবপ্রীত ক্রিকেট একাডেমি দুর্দান্ত জয় পেলেও ফাইনালে খেলার ছাড়পত্র পায়নি। এদিকে, অমরপুর দ্বাদশ শ্রেণি স্কুল দল আগের চারটি ম্যাচে জয়ী হওয়ার সুবাদে ফাইনালের টিকিট আগেই কেটে নিয়েছে। চন্ডি বাড়ি মাঠেই লীগের শেষ ম্যাচে দেবপ্রীত ক্রিকেট একাডেমি ৬ উইকেট এর ব্যবধানে অমরপুর স্কুল দলকে পরাজিত করেছে। টস জিতে অমরপুর স্কুল দল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ১৭ ওভার ৫ বল খেলে ৫৫ রানে ইনিংস শেষ করে। দেবপ্রীত ক্রিকেট একাডেমীর সুমন শীল নয় রানে পাঁচটি এবং ধন মানিক ত্রিপুরা ২১ রানে তিনটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে দেবপ্রীত ক্রিকেট একাডেমি ২১ ওভার ২ বল খেলে ৪ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে বিশ্ব সাধন জমাতিয়া অপরাজিত ভূমিকায় সর্বাধিক ১৮ রান সংগ্রহ করে দলকে জয় এনে দেয়। অলরাউন্ডার সুমন শীল পেয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার।
2022-12-26