বালুচিস্তানে পরপর বিস্ফোরণে নিহত পাঁচ সেনা, জখম বেশ কয়েকজন

ইসলামাবাদ, ২৬ ডিসেম্বর (হি.স.): পরপর বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে। মৃত্যু হয়েছে ৫ পাক সেনা জওয়ানের। জখম হয়েছেন বেশ কয়েকজন বাসিন্দা।

সোমবার পাক সেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার থেকে জঙ্গি দমন অভিযান চলছিল। কোহলু জেলার কাহান এলাকায় সেনার টহল চলছিল। তার খুব কাছে বিস্ফোরণ ঘটে। এদিকে হামলা হয়েছে কোয়েটা শহরেও। অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি পুলিশ চৌকি লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে বলে অভিযোগ। ঘটনায় তিন পুলিশকর্মী সহ বেশ কয়েকজন জখম হন। তার আগেই কোয়েটায় গ্রেনেড বিস্ফোরণ ঘটে। সেই হামলায়ও ৪ জন জখম হন। ঘটনার পর শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে। হামলার নিন্দা করেছেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী আব্দুল কুদ্দুস বিজেঞ্জো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *