BRAKING NEWS

এগিয়ে চলো সংঘের উদ্যোগ শিশু মেলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ প্রত্যেকটি শিশুই কিছু প্রতিভা নিয়ে জন্মায়৷ শিশুদের সেই অর্ন্তনিহিত প্রতিভাকে বিকশিত করার ক্ষেত্রে অভিভাবক সহ সমাজের সকল নাগরিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে৷ আজ আগরতলার এগিয়ে চলো সংঘ আয়োজিত ৩৪তম শিশু মেলা-২০২২’র আনুষ্ঠানিক উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা৷ তিনি বলেন, অভিভাবকদের নিজস্ব চাহিদা শিশুদের উপর চাপিয়ে দিলে শিশুদের প্রক’ত বিকাশ বিঘিত হতে পারে৷ তাই কোনও অবস্থাতেই শিশুদের উপর যাতে কোন প্রকার চাপ সৃষ্টি না হয় সেই দিকে অভিভাবকদের সর্বদা সচেতন থাকতে হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, শিশুদের সর্বোত্তম জায়গায় শিক্ষা গ্রহণের উপর অভিভাবকদের বিশেষভাবে গুরুত্ব দিতে হবে৷ এই সর্বোত্তম জায়গায় শিক্ষার মাধ্যমেই অভিভাবকরা তাদের শিশুটি কোন বিষয়ে আগ্রহী তার একটি সুুস্পষ্ট ধারণা পাবে যা শিশুর সঠিক পরিচালনায় সহায়ক হবে৷ মুখ্যমন্ত্রী এগিয়ে চলো সংঘের এই শিশু মেলা অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন৷
অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের কর্পোরেটর জাহ্ণবী দাস চৌধুরী বলেন, ছেলেমেয়েরা বর্তমানে মোবাইলের প্রতি আশক্ত হয়ে পড়ছে৷ এ থেকে উত্তরনের জন্য এ ধরণের শিশু মেলা আয়োজন একান্ত প্রয়োজন৷ ছেলেমেয়েদের সাংস্ক’তিক কর্মসূচি, খেলাধুলা সহ বিভিন্ন সৃজনশীল কাজে জড়িয়ে রাখার উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন৷ অনুষ্ঠানে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ ও এগিয়ে চলো সংঘের সাধারণ সম্পাদক সুুমন্ত গুপ্ত বক্তব্য রাখেন৷ স্বাগত বক্তব্য রাখেন শিশুমেলার আহ্বায়ক ঝলক দে৷ ধন্যবাদসূচক বক্তব্য রাখেন এগিয়ে চলো সংঘের সভাপতি চ’ল নন্দী৷ অনুষ্ঠানে এগিয়ে চলো সংঘের পক্ষ থেকে বিশিষ্ট শিশু ক্রীড়াবিদ মৃন্ময়ী সূত্রধরকে ক্রীড়া ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের জন্য ৫ হাজার টাকা আর্থিক পুরস্কার দেওয়া হয়৷ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা মৃন্ময়ী সূত্রধরের হাতে এই আর্থিক পুরস্কার তুলে দেন৷ উল্লেখ্য, এগিয়ে চলো সংঘ আয়োজিত এই শিশুমেলা আগামী ২ জানুয়ারি ২০২৩ পর্যন্ত চলবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *