BRAKING NEWS

ছোটদের ক্রিকেটে চাম্পামুড়া, এ.ডি নগর ও দশমীঘাটের জয় দিয়ে শুরু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর।। জয় দিয়ে শুরু চাম্পামূড়ার। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সদর অনূর্ধ্ব ১৩ তথা ছোটদের ক্রিকেটে ক্রিকেট শুক্রবার থেকে একযোগে তিন মাঠে শুরু হয়েছে। নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডের খেলায় চাম্পামুরা ৫৯ রানের ব্যবধানে ক্রিকেট অনুরাগীকে পরাজিত করেছে। টস জিতে চাম্পামূড়া প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সীমিত ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সন্দীপন দাস সর্বাধিক ৬৪ রান এবং অয়ন দেবনাথ অপরাজিত থেকে ৫৫ রান সংগ্রহ করে দলকে বড় স্কোর এনে দেয়। জবাবে ক্রিকেট অনুরাগী ৩৯ ওভার খেলে ১০৫ রানে ইনিংস গুটিয়ে নেয়। সন্দীপন দাস প্লেয়ার অফ দ্যা ম্যাচের স্বীকৃতি পায়।

নীপকো মাঠে অনুষ্ঠিত অপর খেলায় এডি নগর প্লে সেন্টার ৩০০ রানের বিশাল ব্যবধানে শতদল সংঘকে পরাজিত করেছে। টস জিতে এডিনগর প্লে সেন্টার প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সীমিত ৪০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩২৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে তোর্যা চক্রবর্তীর দুর্দান্ত শতরান বেশ উল্লেখযোগ্য। তোর্যা ৯০ বল খেলে ২৫ টি বাউন্ডারি মেরে ১৩৯ রান পেয়েছে। এছাড়া নীলেশ সূত্রধরের ৬৫ এবং তুহিন দেবনাথের অপরাজিত ৪১ রান উল্লেখযোগ্য। জবাবে ব্যাট করতে নামলে শতদল সংঘ মাত্র ২৫ রানেই তাদের ইনিংস গুটিয়ে যায়। এডি নগরের আবীর ভট্টাচার্য পাঁচ রানে ৫ টি উইকেট তুলে নিতেই শতদলের শিবিরে ধ্বস নামে। দুর্দান্ত শতকের স্বীকৃতি স্বরূপ তোর্যা পেয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব। ডঃ বি আর আম্বেদকর স্কুল মাঠে অনুষ্ঠিত অপর ম্যাচে দশমীঘাট প্লে সেন্টার ১০৪ রানের ব্যবধানে কর্নেল চৌমুহনী কোচিং সেন্টারকে পরাজিত করেছে। টস টস হেরে দশমীর ঘাট বেটিংয়ের আমন্ত্রণ পেলে নির্ধারিত চল্লিশ ওভারে নয় উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে। জবাবে কর্নেল চৌমুহনির ইনিংস শেষ হয় ৫২ রানে। দশমিঘাটের রাহুল মিয়া ব্যাটে বলে দুর্দান্ত সাফল্য দেখিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব পেয়েছে। এছাড়া, রুদ্রনীল দাসের ৩০ রান এবং অক্ষিত ঘোষের চার উইকেট ও রাজদীপ দেবের তিন উইকেট দখল উল্লেখযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *