গুরুগ্রাম, ২১ ডিসেম্বর (হি.স.): মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে কোনও লাভ নেই। আমাদের সকলকে হিংসা ছাড়া একসঙ্গে বাঁচতে হবে। বললেন তিব্বতী ধর্মগুরু দলাই লামা। বুধবার হরিয়ানার গুরুগ্রামে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিব্বতী ধর্মগুরু দলাই লামা বলেছেন, অস্ত্র ছাড়া পৃথিবী গড়ার কথা মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে আমরা সবাই ভাই-বোন।তিব্বতী ধর্মগুরু দলাই লামা আরও বলেছেন, এই পৃথিবী আসলে হৃদয়ের উপর নির্ভর করে। সম্প্রদায় এবং ধর্মের মধ্যে কোনও ভেদাভেদ নেই। আমরা একে অপরের দিকে তাঁকিয়ে হাসি এবং সকলের জন্য প্রার্থনা করি। করুণা এবং অহিংসা সম্পর্কে ভারতের ধারণা অক্ষুন্ন রাখতে হবে। দলাই লামার কথায়, সুতরাং, আমরা যদি এখন বিশ্বের দিকে তাকাই- আগ্রাসন, নৃশংসতা, হিংসা, এত মানুষ মারা যাচ্ছে, পারমাণবিক অস্ত্র তৈরি করতে আগ্রহী… গত কয়েক শতাব্দীতে সর্বাধিক হিংসা। মানুষের মস্তিষ্ক অস্ত্রের জন্য ব্যবহৃত হয়, কীভাবে হত্যা করা যায়, কীভাবে প্রতিবেশীকে ধ্বংস করা যায়। এটা সম্পূর্ণ ভুল।
2022-12-21

