নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ দুর্জনগর এলাকার বাসিন্দা সাগর বর্ধনের বাড়ি থেকে উদ্ধার হয় পারমিতা পাটারী নামে এক নার্সিং পড়ুয়ার ছাত্রী ঝুলন্ত মৃতদেহ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷ সোমবার রাতে দুর্জনগর এলাকার বাসিন্দা সাগর বর্ধনের বাড়ি থেকে উদ্ধার হয় পারমিতা পাটারী নামে এক নার্সিং পড়ুয়ার ছাত্রী ঝুলন্ত মৃতদেহ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷ জানা যায় সোমবার পারমিতা পাটারির পরীক্ষা ছিল৷ কিন্তু পারমিতা দুপুর হয়ে যাওয়ার পরও ঘরের দরজা না খোলায় বাড়ির মালিকের সন্দেহ হয়৷ তখন বাড়ির মালিক এই বিষয়ে পারমিতার বাড়ির লোকজনদের অবগত করেন৷ সাথে সাথে পারমিতার বাবা ভাড়া বাড়িতে ছুটে এসে পারমিতার ঘরের দরজা ভাঙ্গেন৷ ঘরের দরজা ভাঙ্গার পর তিনি দেখতে পান পারমিতার ঝুলন্ত মৃতদেহ৷ খবর দেওয়া হয় পশ্চিম মহিলা থানার পুলিসকে৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে নিয়ে যায়৷ পশ্চিম মহিলা থানার এক পুলিশ অফিসার জানান পারমিতার মৃত্যুর কারন ময়না তদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে৷ তিনি আরও জানান মৃত পারমিতার বাড়ি বাইখোরা থানার অন্তর্গত মুহুরিপুর এলাকায়৷
2022-12-20

