শোভনের জোড়া গোল, রামকৃষ্ণে পরাজয় রুখলো এগিয়ে চলো

রামকৃষ্ণ ক্লাব: ২

এগিয়ে চলো: ২

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর।।  শোভনের জোড়া গোল। গোলরক্ষক সুরজিৎ জমাতিয়াও দুর্দান্ত খেলেছে। দুইবার সাফল্যের হাতছানি পেয়েও শেষ পর্যন্ত জয়ী হতে পারেনি। এগিয়ে চলো সংঘ রুখে দিয়েছে রামকৃষ্ণের দ্বিতীয় জয়। এক পয়েন্টের দখল নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দু দলকেই। টিএফএ আয়োজিত শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন ফুটবলের ১৭ তম ম্যাচে আজ এগিয়ে চলো সংঘ ও রামকৃষ্ণ ক্লাবের খেলাটি ২-২ গোলের ড্র-তে নিষ্পত্তি হয়েছে। দুদল ১-১ করে পয়েন্ট ভাগ করে নিয়েছে। এগিয়ে চলো সংঘ আপাতত পাঁচ ম্যাচ থেকে ১১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। তবে রামকৃষ্ণ ক্লাবের স্থান তথৈবচ, অর্থাৎ আট দলীয় এ ডিভিশন লীগে রামকৃষ্ণ ক্লাব এই মুহূর্তে ষষ্ঠ স্থানে রয়েছে। পাঁচ ম্যাচ থেকে তাদের প্রাপ্ত পয়েন্ট চার। উল্লেখ্য, খেলার ৩২ মিনিটের মাথায় শোভন সূত্রধরের গোলে রামকৃষ্ণ ক্লাব ১-০তে লিড নেয়। পাঁচ মিনিট বাদেই এগিয়ে চলোর বিদেশী খেলোয়াড় মুস্তাফা গোলটি শোধ করে খেলার সমতা ফিরিয়ে আনে। প্রথমার্ধের শেষ সময় বিশেষ করে ইনজুরি টাইমে শোভন ফের একটি গোল করে রামকৃষ্ণ ক্লাবকে ২-১এ এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধে রামকৃষ্ণ ক্লাবের খেলোয়াড়রা আক্রমণ ভাগের তুলনায় রক্ষণভাগে অধিক নজর দেয়। উদ্দেশ্য ছিল গোলটি ধরে রেখে জয় হাসিল করা। কার্যত পেরে ওঠেনি। একসময় রামকৃষ্ণ ক্লাবের রক্ষণভাগ ভেদ করে এগিয়ে চলো সংঘের অপর বিদেশি খেলোয়াড় এরিস্টাইড ঠিক ৬২ মিনিটের মাথায় গোল শোধ করে পুনরায় খেলায় সমতা ফিরিয়ে আনে। পরবর্তী সময়ে দু দলের মধ্যে পরস্পর বিরোধী আক্রমণ প্রতি আক্রমণ পরিলক্ষিত হলেও তেকাঠিতে বল রাখার কাজ আর কেউ করতে পারেনি। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র-তে নিষ্পত্তি ম্যাচ থেকে দু দল পয়েন্ট ভাগ করি নেয়। খেলার প্রথমার্ধেই ফাউল করার দায়ে এগিয়ে চলো সংঘের স্টিফেনকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। রামকৃষ্ণ ক্লাবের গোল রক্ষক সুরজিত জমাতিয়া পেয়েছে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিপ্লব কুমার সিংহ, অরিন্দম মজুমদার, কার্তিক দাস ও শিবজ্যোতি চক্রবর্তী। দিনের খেলা: জুয়েলস এসোসিয়েশন বনাম বীরেন্দ্র ক্লাব, বেলা ২ টায়, উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *