বঙাইগাঁও (অসম), ১৯ ডিসেম্বর (হি.স.) : নির্মীয়মাণ তিন তলা বাড়ি থেকে অসাবধানতাবশত পড়ে গিয়ে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন এক নির্মাণ শ্রমিক। ঘটনাটি সংঘটিত হয়েছে বঙাইগাঁও জেলার মানিকপুর থানাধীন মানিকপুর চারিয়ালিতে।
জানা গেছে, মানিকপুর চারিয়ালিতে একটি তিন তলা বাড়ি নির্মাণের কাজে অন্যান্য শ্রমিকের সঙ্গে নিয়োজিত ছিলেন ধুবড়ি জেলার কালাহাটের হাসন আলি। সোমবার সকালের দিকে কাজ করার সময় আচমকা তিন তলা থেকে নীচে পড়ে গুরুতর ভাবে আঘাতপ্রাপ্ত হন তিনি।
নির্মাণ কাজে নিয়োজিত অন্যান্য শ্রমিকরা তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে চিকিৎসার জন্য মানিকপুর মহাত্মা গান্ধী আদৰ্শ চিকিৎসালয়ে নিয়ে যান। কিন্তু তার শারীরিক অবস্থা সংকটজনক দেখে সেখানের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন বরপেটা ফখরুদ্দিন আলি আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
উল্লেখ্য, মানিকপুরের মৌখোয়া গ্রামের জুলহাস আলি নামের জনৈক ব্যক্তির নির্মীয়মাণ তিন তলা বাড়িতে ধুবুড়ির নুর ইসলাম নামের ঠিকাদার কোনও ধরনের সুরক্ষা ব্যবস্থা না নিয়ে নির্মাণের কাজ শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে।