BRAKING NEWS

তিপ্রা মথা পরিচালিত এডিসি প্রশাসসেনর উদাসীনতায় মার খাচ্ছেন কৃষক ও জুমিয়ারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর৷৷ তিপরা মথা পরিচালিত রাজ্যের এডিসি প্রশাসনের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের নামে সরকারি অর্থের অপচয় হচ্ছে৷ শনিবার এডিসির ভূমি ও উদ্যান সংরক্ষণ দপ্তরের কাঞ্চনপুর  মহকুমা ভিত্তিক লক্ষাধিক টাকা খরচ করে জুমে উৎপাদিত সবজি প্রদর্শনীর আয়োজন করা হয়৷ মহকুমার দক্ষীণাঞ্চল হিসেবে পরিচিত আনন্দবাজার মোটর স্ট্যান্ড মাঠে সরকারি খরচে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সব্জি প্রদর্শনীর আয়োজন করা হলেও অনুষ্ঠানে সাধারণের উপস্থিতি ছিলো না৷ জানা গেছে এই সবজি প্রদর্শনীর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন এডিসির ইএম ভবরঞ্জন রিয়াং৷ যদিও  সবজি প্রদর্শনীর অনুষ্ঠানে এসে ফাঁকা মাঠ দেখে এডিসির ইএম ভবরঞ্জন রিয়াং ক্ষোভ প্রকাশ অনুষ্ঠান ছেড়ে  চলে যান৷  কার্যত জাতি উপজাতির মধ্যে সুড়সুড়ি দিয়ে আয়োজিত অনুষ্ঠান কৃষক এবং সাধারণ মানুষের সমাগমের অভাবে রীতিমত ভেস্তে যায়৷ পরবর্তীতে সমলোচনার হাত থেকে বাঁচাতে সন্ধ্যায় কার্যত ফাঁকা মাঠে সবজি প্রদর্শনীর উদ্বোধন করেন এডিসির ইএম ভবরঞ্জন রিয়াং৷ যদিও এডিসিতে তিপ্রা মথার প্রশাসন প্রতিষ্ঠার৷ পর সাধারণ কৃষক বা জুমিয়ারা কোন সরকারি সুযোগ সুবিধা পায়নি৷ তথাপি ঘটা করে লক্ষ টাকা খরচ করে এভাবে অনুষ্ঠানের আয়োজন করার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ণ ওঠছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *