BRAKING NEWS

বিজয় মার্চেন্ট : মধ্যপ্রদেশের কাছে ইনিংস পরাজয় এড়াতে লড়ছে ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর।। শক্ত হাতে ব্যাট ধরেছে দীপঙ্কর আর দেবাংশু। তাও পড়ন্ত বেলায়, অর্থাৎ ফলোঅনে খেলতে নেমে তাদের বোধোদয় ঘটেছে। যাইহোক, ছেলেরা ম্যাচ বাঁচাতে যথেষ্ট লড়ছে। ঠিক এই মুহূর্তে মধ্যপ্রদেশের কাছেও যখন ত্রিপুরা ইনিংসে হারের সম্মুখীন, ঠিক তখনি ওপেনিং জুটি আপ্রাণ লড়াইয়ের মানসিকতা নিয়ে দৃঢ়তার সঙ্গে উইকেট আঁকড়ে টিকে রয়েছে। স্ট্রাইকিং রেটও কিন্তু মন্দ নয়। দীপঙ্কর ভাটনগর ৬৪ বল খেলে আটটি বাউন্ডারি হাঁকিয়ে চল্লিশ রান এবং দেবাংশু দত্ত ৬২টি বল খেলে চারটি বাউন্ডারি মেরে ২১ রান সংগ্রহ করে উইকেটে রয়েছে। সুরাটে সি.কে পিঠাওয়ালা গ্রাউন্ডে বিজয় মার্চেন্ট ট্রফির তিন দিবসীয় ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম বেলায় ত্রিপুরা দল ৭৬ ওভার ৫ বল খেলে ১৭২ রানে তাদের প্রথম ইনিংস শেষ করে। শুক্রবার ম্যাচের প্রথম দিনে মধ্যপ্রদেশ দিনভর খেলে তাদের প্রথম ইনিংসে ৩৮০ রান সংগ্রহ করলে জবাবে আজ ত্রিপুরার সংগৃহীত ১৭২ রানের ইনিংস ফলোয়ন এড়াতে পারেনি। দলের পক্ষে টেল টেন্ডার অভীক পাল অষ্টম ডাউনে নেমে দুর্দান্ত ব্যাটিং উপহার দিয়েছে। অভীক ৮৬ বল খেলে সাতটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি মেরে ৬৬ রান সংগ্রহ করে তাক লাগিয়ে দিয়েছে। এছাড়া, আয়ুষ দেবনাথের ৩১ রান ও রিয়াদ হোসেনের ২৮ রান উল্লেখ করার মতো। মধ্যপ্রদেশের বোলার আয়াম সরাদানা ৭৪ রানে চারটি উইকেট তুলে নেয়। তাছাড়া, অথর্ব ন্যায়তি ও মানাল চৌহান দুটি করে উইকেট পেয়েছে। এই মুহূর্তে ত্রিপুরা দল ১৪৬ রানে পিছিয়ে রয়েছে। ইনিংস পরাজয় এড়ানোর জন্য ত্রিপুরাকে আরো ১৪৭ রান সংগ্রহ করতে হবে। খেলা রয়েছে পুরো এক দিন, হাতে উইকেট সবকটি। সংক্ষিপ্ত স্কোর: মধ্যপ্রদেশ প্রথম ইনিংসে ৩৮০ রান। ত্রিপুরা: প্রথম ইনিংসে ১৭২ রান, দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৬২ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *