BRAKING NEWS

কল্যাণপুরে পাচারকালে কাঠ সহ আটক দুই যুবক

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১৭ ডিসেম্বর৷৷ কাঠ পাচার করতে গিয়ে মারুতি ভ্যান গাড়ি সহ আটক দুইজন৷ শনিবার সকালেই চোরাই কাঠ উদ্ধার করলেন কল্যাণপুর ফরেস্ট রেঞ্জ অফিসার সূর্য চরণ দেববর্মা৷ তিনি জয়েন্ট পাট্টা ভেরিফিকেশনে উত্তর মহারানীপুর যাচ্ছিলেন বাইকে করে৷ হটাৎই একটি চোরাই কাঠ বোঝাই মারুতি ভ্যান তার চোখে পরে৷ গাড়িটি বন দপ্তরের আধিকারিককে দেখে দ্রুত গতিতে পালাতে চেষ্টা করে৷ কিন্তু রেঞ্জ অফিসারও তার পিছু ধাওয়া করেন৷ চোরাই কাঠ ভর্তি গাড়িটি উত্তর মহারানীপুর থেকে শান্তিনগর যাচ্ছিল৷ এরপর রামকুমার তালুকদার পাড়া এলাকায় ওই মারুতি ভ্যানটি একজন বন দপ্তরেরই পার্মানেন্ট লেবার এর সহায়তায় আটক করে বন দপ্তর৷ গাড়িতে থাকা প্রায় ২৫ ফুট বেআইনী কাঠ উদ্ধার করা হয়৷ গাড়ির ড্রাইভার জয়রাম দেববর্মা এবং তার সাথী তখিরাই দেববর্মা কে গ্রেপ্তার করা হয়৷ আটক করা হয় গাড়িটি৷ যে কাঠ উদ্ধার হয় তার বেশিরভাগই রঙ্গিয়া ও মরই বলে বন দপ্তর সূত্রে জানানো হয়৷ যার বাজার মূল্য প্রায় ৩৫ হাজার টাকারও বেশী৷ প্রায় সময় এই পথ দিয়ে চোরাই কাঠ পাচার হয় বলে খবর রয়েছে৷ উল্লেখ্য কল্যাণপুর রেঞ্জ এ ফরেস্ট ল্যান্ড আছে প্রায় তিন হাজার ছয়শো হেক্টর৷ অথচ এই বিশাল পরিমান ফরেস্ট ল্যান্ড দেখাশুনার জন্য রয়েছেন মাত্র দুই জন অফিসার৷ একজন রেঞ্জ অফিসার সূর্য চরণ দেববর্মা এবং আরেকজন হলেন ফরেস্টার তথা বিট অফিসার ফিরোজ খান৷ বিট অফিসার ও বয়সের ভারে ন্যুব্জ৷ তারও চাকরী জীবন শেষ হবার মুখে৷ স্বাভাবিক ভাবেই এই বিশাল ফরেস্ট ল্যান্ড দুই জন মাত্র অফিসার এর পক্ষে সব সময় দেখাশোনা করা সম্ভব নয়৷ এরপর কল্যাণপুর ফরেস্ট রেঞ্জ অফিসে নেই কোন গাড়িও৷ বন দস্যুরা এই সুযোগটাকেই হাতিয়ার করে সাবাড় করে দিচ্ছে কল্যাণপুরের রিজার্ভ বনাঞ্চল৷ এমনও খবর রয়েছে বনদস্যুদের একাধিক স্থানে পোর্টেবল স মিল ও রয়েছে৷ কাঠ চেরাই করে পাচারের সুবিধার জন্য৷ কল্যাণপুর ফরেস্ট রেঞ্জ অফিসে অবশ্য নয় জন পার্মানেন্ট লেবার আছেন৷ কিন্তু অফিসার ছাড়া তাদের পক্ষে কিছু করা অসম্ভব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *