ইসলামপুরে ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য

ইসলামপুর, ১৭ ডিসেম্বর (হি. স.) : উত্তর দিনাজপুরের ইসলামপুর কৃষক বাজার এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শনিবার সকালে মৃতদেহ উদ্ধার হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুকুমার সরকার (৫৫)। বাড়ি জলপাইগুড়ির রায়কোট এলাকায়। দীর্ঘ কয়েক বছর ধরে ইসলামপুরেই থাকতেন তিনি। বেশ কিছুদিন ধরেই অসুস্থ থাকার কারণে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সুকুমার। শুক্রবার রাতে তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। রাতে কৃষক বাজারে ছিলেন। শনিবার সকালে সেখান থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।