নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১৭ ডিসেম্বর৷৷ কল্যাণপুরের দক্ষিণ ঘিলাতলীর রাধামোহন কর দীর্ঘ্য প্রায় আট দশ বছর ধরে মাছের চাষ করে আসছেন৷ এই মাছ চাষ করেই তার সংসার চলে৷ শুক্রবার সকালে তিনি হটাৎই প্রত্যক্ষ করেন যে মাছের রেনু গুলো তিনি চাষ করেছিলেন সে গুলো মরে পুকুরে ভেসে উঠেছে৷ তিনি আশঙ্কা করেন তার পুকুরে কেও বিষ প্রয়োগ করেছে৷ কিন্ত নির্বিরোধী ওই ব্যক্তির সাথে কারো কোন শত্রুতা নেই৷ তাহলে কে অকারণে তার পুকুরে বিষ দেবে৷ প্রায় এক লাখ মাছের রেনুর চাষ করেছিলেন তিনি৷ উপায়ন্তর না দেখে তিনি কল্যাণপুর থানায় ফোন করেন৷ এর পর একজন সাব ইন্সপেক্টর ঘটনাস্থলে যান৷ ওই সাব ইন্সপেক্টর সব খতিয়ে দেখেন৷ তিনি জানান পুকুরে বিষাক্ত গ্যাস জমেও এমন হতে পারে৷ কারণ পুকুরের জল তেমন ভালো না বলে পুলিশের অভিমত৷ এদিকে ওই মৎস চাষী থানায় কোন লিখিত অভিযোগও জমা দেন নি৷ জানা গেছে বিষ প্রয়োগ হলে সব মাছ মারা যাবার কথা থাকলেও কিছু কিছু মাছ জীবিত ছিলো৷ এই ঘটনায় ওই মাছ চাষীর প্রায় পাঁচ ছয় লাখ টাকার ক্ষতি হয় বলে জানা গেছে৷
2022-12-17