“ছড়ি ঘুরিয়ে সংগঠন করা যাবে না“, কড়া বার্তা অভিষেকের

রানাঘাট, ১৭ ডিসেম্বর (হি. স.) : হলদিয়ার পর রানাঘাটে দাঁড়িয়েও দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, তৃণমূল কংগ্রেস করতে গেলে ছড়ি ঘুরিয়ে সংগঠন করা যাবে না। যোগ্যদের বঞ্চিত করা যাবে না।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের যে গুটিকয়েক এলাকায় তৃণমূল খারাপ ফল করেছিল, সেগুলির মধ্যে একটি হল রানাঘাট লোকসভা কেন্দ্র। এর অন্যতম কারণ এই এলাকাটি মতুয়া অধ্যুষিত। এই মতুয়া অধ্যুষিত এলাকায় পঞ্চায়েতে দলের হাল ফেরাতে মরিয়া অভিষেক। শনিবার তিনি বলেন, “ঠিকাদারি করলে তৃণমূল করা যাবে না। হয় ঠিকাদারি করুন, নয় তৃণমূল করুন।’’

এদিন রানাঘাটের সভা থেকে তাই দলীয় কর্মীদের দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে গিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের সাফ কথা, তৃণমূল স্তরে দুর্নীতি করলে তৃণমূলের টিকিট পাওয়া যাবে না। টিকিট পাওয়ার জন্য কারও লবিবাজি করার দরকার নেই বলেও আশ্বস্ত করেছেন অভিষেক।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্পষ্ট বলে দিচ্ছেন, দুর্নীতিহীন, স্বচ্ছ্ব ভাবমূর্তি ছাড়া টিকিট দেওয়া হবে না। পঞ্চায়েত স্তরে দুর্নীতির একটা বড় মাধ্যম ঠিকাদারি। দলীয় কর্মীদের সেই ঠিকাদারি নিয়েই এবার সতর্ক করে দিলেন অভিষেক।

রানাঘাটের সভায় তিনি বলেন,”বেইমানি করলে কাউকে ছেড়ে কথা বলব না। ছড়ি ঘুরিয়ে রাজনীতি করলে তৃণমূলের টিকিট পাওয়া যাবে না। পঞ্চায়েত স্তরে প্রার্থী হতে হলে মানুষের কাজ করতে হবে। এলাকায় জনপ্রিয়তা থাকতে হবে।” অভিষেকের সাফ কথা, “ঠিকাদারি করলে তৃণমূলের টিকিট পাওয়া যাবে না। অনেকে আছেন স্ত্রীকে প্রার্থী করে নিজে ঠিকাদারি করেন। না হয় নিজে প্রার্থী হয়ে স্ত্রীর নামে ঠিকাদারি করেন। সেসব চলবে না।”