নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): বিলাওয়াল ভুট্টোকে কটাক্ষ করে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর শুক্রবার বলেছেন,পাকিস্তানের মাটি ক্রমাগতভাবে সন্ত্রাসীদের তৈরি ও রক্ষা করতে এবং সন্ত্রাসবাদকে উন্নীত করার চেষ্টা করে চলেছে, তা জম্মু ও কাশ্মীর হোক বা ভারত। পাকিস্তানের এই অপতৎপরতা ও পরিকল্পনা বিশ্ব দেখেছে।
তিনি বলেন, মোদী সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, ওসামা বিন লাদেনকে তার বাড়িতে ঢুকে হত্যা করেছে আমেরিকা। ভারতও সার্জিক্যাল স্ট্রাইক করেছে। বিশ্ববাসী পাকিস্তানের আসল চেহারা দেখেছে। পাকিস্তান সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং সন্ত্রাসবাদকে সুরক্ষা না দেয় এটাই ভালো।