পটনা, ১৫ ডিসেম্বর (হি.স.): বিষমদে মৃতদের পরিবারকে কোনও ক্ষতিপূরণ নয়। বৃহস্পতিবার স্পষ্ট করে একথা জানিয়ে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এদিন তিনি বলেন, রাজ্যে মদ নিষিদ্ধ এটা সকলেই জানেন। তা সত্ত্বেও এগুলো চলে কী করে, মানুষকে আরও সচেতন হতে হবে। প্রসঙ্গত, বিহারের সারন জেলায় বিষমদে এ পর্যন্ত প্রায় ৩৩ জনের বেশি লোকের মৃত্যু হয়েছে। যা নিয়ে বিধানসভার ঘরে-বাইরে বিজেপি গরম কড়াইয়ে সেঁকছে জেডিইউ-আরজেডি জোট সরকারকে।
এনিয়ে এদিন মুখ্যমন্ত্রীকে ক্ষতিপূরণের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যারা মদ পান করবেন, তারা তো মারা যাবেন।’ তিনি বলেন, যাঁরা মারা গিয়েছেন তাঁদের প্রতি দুঃখ থাকলেও ভাটিখানায় যাওয়া থেকে মানুষকে বিরত থাকতে হবে। আমরা ২০১৬ সাল থেকে মদের কুফল নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছি।
নীতীশ আগের সরকারের সমালোচনা করে বলেন, বিহারে যখন মদ নিষিদ্ধ ছিল না, তখন এখানে বহু লোকের মৃত্যু হয়েছে। এখনও অন্যান্য রাজ্যে অনেকের মৃত্যু হচ্ছে বিষমদ পানে। তিনি দৃষ্টান্ত দিয়ে বলেন, গুজরাতে মদ নিষিদ্ধ হলেও সেখানে এবং পঞ্জাবে বিষমদে বলি হয়েছে।

