BRAKING NEWS

ধলাবিল এলাকায় কংগ্রেস কর্মীর উপর হামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর৷৷ খোয়াই থানাধীন ধলাবিল সরকার পাড়া এলাকায় এক কংগ্রেস কর্মীর উপর অতর্কিতে হামলার অভিযোগ দুষৃকতীদের বিরুদ্ধে৷ আহত কর্মীর নাম গোপাল দাস, বয়স ৪৫৷ ঘটনা বুধবার রাত আনুমানিক আটটা নাগাদ৷ জানা যায়, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রামচন্দ্রঘাট বিধানসভা এলাকায় কংগ্রস দলের এক ঘরোয়া কর্মসূচি ছিল৷ বুধবার রাতে ওই কর্মসূচি থেকে গোপাল দাস নিজ বাড়ি ফেরার পথে কয়েকজন দুষৃকতী পথ আটকে অতর্কিত হামলা চালায়৷ দুষৃকতীদের হাত থেকে দৌড়ে পালিয়ে যায় গোপাল দাস৷ এই খবর পেয়ে কংগ্রেস দলের অন্যান্য কর্মীরা রাতে হাসপাতালে নিয়ে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *