নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল মহার্ঘভাতা (ডিএ) মামলার শুনানি। বুধবার বিচারপতি দীপঙ্কর দত্ত এবং হৃষিকেশ রায়ের বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বেঞ্চ থেকে সরে দাঁড়ান বিচারপতি দীপঙ্কর দত্ত। ফলে নতুন করে বেঞ্চ পুনগর্ঠিত না হওয়া পর্যন্ত মামলাটির শুনানি স্থগিত থাকবে। জানুয়ারির তৃতীয় সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে।এত দিন ডিএ সংক্রান্ত মামলাটি শুনছিল বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং হৃষিকেশ রায়ের বেঞ্চে। কিন্তু পরে বেঞ্চ পুনর্গঠিত হয়। বিচারপতি দত্ত এবং ঋষিকেশ রায় মামলাটি শুনবেন বলে শীর্ষ আদালতের তরফে জানানো হয়। কর্মীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে, তাই বেঞ্চে থাকব না, এই কথা বলে বেঞ্চ ছেড়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত।
2022-12-14

