গুজরাট: ২৭১,
ত্রিপুরা: ২৪৪/৬
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর।। ত্রিপুরা দলের সম্মিলিত প্রয়াস। প্রথম দিনটা গুজরাটের দখলে ছিল, তেমনি দ্বিতীয় দিনের দখল নিয়েছে ত্রিপুরা দল। বিশেষজ্ঞদের মতে ত্রিপুরা গুজরাটের রঞ্জি ম্যাচটা হয়তো জয় পরাজয়ের ফয়সালা হবে, তবে কোন্ দল জয়ী হবে তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। যদি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে ম্যাচটি ড্র-তে নিষ্পত্তি হয় তবে প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে ৩ পয়েন্ট প্রাপ্তির লক্ষ্যে এখন মুখিয়ে আছে দু’দলই। দ্বিতীয় দিনের খেলা শেষে ত্রিপুরা দল ২৭ রানে পিছিয়ে রয়েছে, তবে হাতে উইকেট রয়েছে চারটি। তবুও টেল এন্ডার বলে কথা। আত্মবিশ্বাসের উপর জোর থাকলেও ত্রিপুরা শিবিরও সন্দিহান, প্রথম ইনিংসে আদৌ লিড নেওয়া যাবে কিনা। একটা কারণ, সকালে প্রায় এক ঘন্টা কুয়াশাকীর্ণ আবহাওয়ার কারণে উইকেট ব্যাটিং প্রতিকূল আচরণ করে। তা কাটিয়ে ২৮ রান সংগ্রহ করে প্রথম ইনিংসে লিড নেওয়ার ব্যাপারে যথেষ্ট আশাবাদী ত্রিপুরা। প্রথম দিনে গুজরাটের প্রথম ইনিংসের ২৭১ রানের জবাবে ত্রিপুরা আজ দ্বিতীয় দিনের খেলা শেষে ৮২ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ২৪৩ রান যোগ করে ২৪৪ রানে পৌঁছায়। খেলা শুরু করেছিল এক রান হাতে নিয়ে। রাজ্য দলের পক্ষে সুদীপ চ্যাটার্জির ৫৮ রান এবং শ্রীদাম পালের ৫৭ রান যেমন কিছুটা উল্লেখযোগ্য। তেমনি অধিনায়ক ঋদ্ধিমানের ৩৭ রান এবং রজত দে’র অপরাজিত ৩৬ রান দলকে কিছুটা অক্সিজেন জুগিয়েছে। তবে দীপকের আউট নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে বৈকি। সিলি পয়েন্টে থাকা মেরাই বলটাকে মাটি স্পর্শ করার পর হাতে নিয়েছে বলে অনেকেই সেটা প্রত্যক্ষ করেছেন। কার্যত, আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে দীপক উইকেট ছেড়ে বেরিয়ে আসেন। গুজরাটের বোলার দেশাই, নাগোয়াশওয়ালা, গজা এবং প্যাটেল প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। শ্রীদাম পাল ও ঋদ্ধিমান সাহার দু’দুটি রান আউট ত্রিপুরা দলকে আরো বেশি সচেতন হওয়ার বার্তা দিয়েছে। আগামীকাল ম্যাচের তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত হবে।

