BRAKING NEWS

শাঁখা-পলা খুলিয়ে টেটে বসতে বাধ্য করায় বুনিয়াদপুরে আন্দোলনে বিজেপি

বুনিয়াদপুর, ১৪ ডিসেম্বর (হি. স.) : কোচবিহারের দিনহাটা সহ উত্তরবঙ্গের অধিকাংশ জায়গায় মহিলা টেট পরীক্ষার্থীদের শাঁখা পলা খুলতে বাধ্য করা হয়েছিল। এতে হিন্দু মহিলাদের অপমান করা হয়েছে। এরই প্রতিবাদে বুধবার সরব হল বিজেপি বংশীহারী মহিলা মোর্চা। এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার জেলা সম্পাদক শিখা সরকার তরু, বুনিয়াদপুর টাউন মণ্ডলের মহিলা মোর্চার সভানেত্রী মনি ঠাকুর, সাধারণ সম্পাদিকা রিক্তা কর্মকার সহ অন্যান্যরা।

এদিন বুনিয়াদপুরে মিছিল করে বিক্ষোভ দেখান মহিলা মোর্চা। বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশে ক্ষোভ উগড়ে দেন তাঁরা। এদিন বুনিয়াদপুর সারদা শিশুতীর্থ স্কুল থেকে মহিলাদের একটি মিছিল বুনিয়াদপুর শহর পরিক্রমা করে। পরবর্তীতে বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে যানবাহন সচল রেখে বিক্ষোভ দেখানো হয়। কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পরিচালনায় টেট হল রাজ্যজুড়ে। পরীক্ষায় সবরকম স্বচ্ছতা বজায় রাখতে পরীক্ষাকেন্দ্রে কড়া নজরদারি ছিল। একাধিক বিধিনিষেধের মধ্যে দিয়ে বিশেষ করে অলংকার, ঘড়ি, মোবাইল, ক্যালকুলেটর সহ ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের নিয়ম ছিল না। কিন্তু সেই নিয়ম রক্ষা করতে গিয়ে হিন্দু বিবাহিত মহিলা পরীক্ষার্থীদের শাঁখা, পলা, নোয়া খুলতে বাধ্য করার অভিযোগ উঠেছে সর্বত্রই। অনেক পরীক্ষার্থী এর জন্য পরীক্ষা না দিয়েই ফিরে এসেছেন। এই ঘটনায় হিন্দু মহিলাদের অপমান করা হয়েছে বলে সরব হয়েছে বিজেপির মহিলা মোর্চা। বিবাহের চিহ্ন এভাবে খুলতে বাধ্য করার প্রতিবাদে পথে নেমেছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *