নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.) : সমগ্ৰ অসমের মহিলাদের অৰ্থনৈতিক এবং পুষ্টিজনিত সুরক্ষা প্ৰদানের প্রকল্প ‘অরুণোদয় ২.০’-এর আজ বুধবার সূচনা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
আজ সকালে নয়াদিল্লির অসম ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ভর্চুয়াল পদ্ধতিতে ‘অরুণোদয় ২.০’ প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, অসমের মহিলাদের অৰ্থনৈতিক এবং পুষ্টিজনিত সুরক্ষা প্ৰদানের প্ৰতি তাঁর দায়বদ্ধতা রয়েছে। দ্বিতীয় দফায় এই প্রকল্প চালু করতে পেরে তিনি অতিশয় আনন্দিত।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের মহিলাদের অপরিসীম স্বস্তি দিতে তাঁর সরকার অরুণোদয় ২.০ চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্প ২০২০-২১ অর্থবৰ্ষের রাজ্য বাজেটে ঘোষিত অষ্টাদশ মুকুতা উন্নয়নীমালার মধ্যে অন্যতম অগ্ৰণী উদ্যম হিসেবে পরিগণিত হয়েছে।
অরুণোদয় আক্ষরিক অৰ্থে লক্ষাধিক পরিবারের জন্য স্বাবলম্বীতার প্রতি আশা বাতাবরণ সৃষ্টি করছেছে। তিনি বলেন, আমি আন্তরিকর সঙ্গে বিশ্বাস করি, এই উদ্যম আৰ্থিকভাবে দুৰ্বল পরিবারগুলিকে দারিদ্র্য নিৰ্মূলীকরণ এবং আৰ্থ-সামাজিক ক্ষেত্রে অন্তৰ্ভুক্তিতে আরও অধিক সহায়তা করবে। অরুণোদয় ২.০-এর অধীনে ১০.৫০ লক্ষ নতুন সুবিধাভোগীকে সংযোজন করা হবে যাতে, আৰ্তদের সরকারি সহায়তা প্রদান করা যায়।
এ উপলক্ষ্যে আজ নয়াদিল্লির অনুষ্ঠানে অন্যদের সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্ৰীর প্ৰধানসচিব সমীরকুমার সিনহা, অর্থ দফরের কমিশনার-সচিব জয়ন্ত নাৰ্লেকার, প্ৰধান আবাসী কমিশনার রাজীব জোশি।