নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷ সহসাই সরকার যদি ১০৩২৩ ও এসটিজিটি উত্তীর্ণদের দাবি পূরন না করে, তাহলে জানুয়ারি মাসে সমগ্র রাজ্যে প্রশাসনকে অচল করে দেবে তৃণমূল কংগ্রেস৷ পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ না করলে, আইনের আশ্রয় নিয়ে বাইক বাহিনীর সদস্যদের জেলে ঢুকাবে তৃণমূল কংগ্রেস৷ মঙ্গলবার প্রদেশ তৃনমূল কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এমনটা জানান প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস৷ এইদিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ তৃণমূল কংগ্রেস সুকৌশলে কমিউনিস্টদের জোটের রাস্তা বন্ধ করে দিয়ে কংগ্রেসকে জোটের বার্তা দেয়৷ সাংবাদিক সম্মেলনে এইদিন শিলাছড়ি ও করবুক থেকে ১০৫ পরিবার ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করে৷ উপস্থিত তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা নবাগতদের দলে বরণ করে নেন৷ সাংবাদিক সম্মেলনে পীযুষ কান্তি বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সুস্মিতা দেব, রাজীব ব্যানার্জি সহ অন্যান্যরা৷