BRAKING NEWS

নির্বাচনকে সামনে রেখে বিশালগড়ে সর্বদলীয় বৈঠক করলেন এসডিপিও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷ বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক অফিসে মঙ্গলবার  বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাস, বিশালগড় থানার ওসি বাদল সাহা, বিশ্রামগঞ্জ থানার ওসি বিমল দেবনাথ, মধুপুর থানার ওসি ও বিশালগড় থানার ওসি স্বর্ণলতা দেববর্মা সহ বিশালগড় মহকুমা সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ৷ এদিন বৈঠকে বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ণ তুলেন৷ পুলিশ যদি শাসক দলের হয়ে দায়িত্ব পালন করে তাহলে বলে দেওয়া হোক বিরোধী দলের কর্মীরা আর রাজনীতি করবে না৷ কারণ সম্প্রতি চড়িলাম বাজারে রাজনৈতিক যে খুনের ঘটনাটি সংঘটিত হয়েছে তাতে পরিবারে লোকজনেরা স্থানীয় মন্ডল সভাপতি সহ ৫২ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে৷ পুলিশ এর মধ্যে মাত্র দুজনকে গ্রেপ্তার করেছে৷ তাও অভিযুক্ত দুজনকে পুলিশ রিমান্ডে না পাঠিয়ে জেল হেফাজতে পাঠিয়েছে৷ তাই পুলিশ যদি এ ধরনের দুর্বল চার্জশিট জমা দেয় তাহলে নিরপেক্ষ ভূমিকা আর কোথায় রইল তা নিয়ে প্রশ্ণ তুলে বিরোধী দলের নেতৃবৃন্দ৷ তারা আরো বলেন সেদিন সিপিআইএম এবং বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনার পর কংগ্রেস নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে৷ পুলিশের এ ধরনের ভূমিকা অত্যন্ত দুঃখজনক৷এ ধরনের বিষয় গেলে অত্যন্ত গুরুত্ব সহকারে নজর দেওয়ার জন্য বলেন বিরোধী নেতৃবৃন্দ৷ যাই হোক এদিন আসন্ন বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আলোচনা হয়েছে পুলিশ এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *