BRAKING NEWS

বিশালগড়ে সিপিএম কর্মীর বসতঘর ও পোল্ট্রি ফার্ম পুড়ে ছাই নাশকতার আগুনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷  সোমবার রাতে বিশালগড় জাঙ্গালিয়া এলাকার সিপিআইএম কর্মী হরিপদ শর্মার বসতবাড়ি এবং পোল্ট্রি মুরগির ফার্ম আগুন দিয়ে ভস্মিভূত করে দিল  দুর্বৃত্তরা৷ এদিন রাত বারোটা নাগাদ ঘরের ছাউনিতে আগুন দেখতে পেয়ে ঘর থেকে বেরিয়ে আসে বাড়ির লোকজনেরা৷ হরিপদ শর্মার পরিবারের লোকজনদের চিৎকারে ছুটে আসে আশপাশ এলাকায় মানুষজন৷ খবর দেওয়া হয় বিশালগড় দমকল কর্মীদের৷ দীর্ঘ ৪৫ মিনিট পর দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় বলে অভিযোগ হরিপদ শর্মার পরিবারের৷ কিন্তু ততক্ষণে হরিপদ শর্মার চারটি ঘর এবং পোল্ট্রি ফার্ম ৯০ শতাংশ পুড়ে যায়৷ শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে না আনতে পেরে খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জের দমকল কর্মীদের৷ তারা এসে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও হরিপদ শর্মার ঘর এবং পোল্ট্রি ফার্ম রক্ষা করতে পারেনি৷ হরিপদ শর্মা জানান, এই অগ্ণিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে৷ তার জেরক্স মেশিন, কম্পিউটার, দুটি দামি ক্যামেরা, ফ্রিজ সহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায়৷ কিছুই রক্ষা করতে পারিনি অসহায় পরিবার৷ এমনকি এদিন হরিপদ শর্মার চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ৷ ২০১৮ সালে বর্তমান জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বহুবার তার বাড়িতে এভাবে আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে৷ পুলিশের কাছে গিয়ে কোন বিচার পায়নি৷ শেষ পর্যন্ত সোমবার রাতে ঘরের ছাউনিতে পেট্রোল ঢেলে এই অগ্ণিকাণ্ডের ঘটনা করেছে  দুর্বৃত্তরা৷  এমনটাই অভিযোগ তার পরিবারের৷ঘটনায় হরিপদ শর্মার মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে৷ এভাবে যে তার সারা জীবনের সম্পত্তি নষ্ট করে ফেলবে সেটা জানা ছিল না পরিবারের লোকজনদের৷ ঘটনার পর মঙ্গলবার ক্ষতিগ্রস্ত হরিপদ শর্মার বাড়িতে যান সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী৷ তিনি ঘটনার তীব্র নিন্দা জানান এবং দাবি জানান অভিযুক্তদের গ্রেফতার করার জন্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *