ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর।। আগরতলায় বসছে মোয়াইথাই জাতীয় আসর। আগামীকাল থেকে ১৭ ডিসেম্বর মোয়াইথাই জাতীয় ফেডারেশন কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানীর নেতাজি সুভাষ রিজিওনাল কোচিং সেন্টারের বক্সিং হল-এ। এছাড়া, ১৭ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় প্রফেশনাল মোয়াইথাই ফাইট নাইট অনুষ্ঠিত হবে। জাতীয় আসরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে ২৫ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের খেলোয়াড়রা অংশ নেবেন। ১৫ ডিসেম্বর বিকেল সাড়ে পাঁচটায় এনএসআরসিসি-র বক্সিং হল-এ জাতীয় প্রতিযোগিতার অনুষ্ঠানিক উদ্বোধন হবে। তাতে প্রধান অতিথি হিসেবে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ উপস্থিত থাকবেন। উল্লেখ্য, ১৭ ডিসেম্বর ছ’টায় প্রফেশনাল মোয়াইথাই ফাইট নাইটে প্রতিবেশী রাষ্ট্র নেপাল থেকেও প্রতিযোগীর অংশ নেবেন। শ্রেষ্ঠত্বের বিচারে প্রাইজমানি প্রদানের পাশাপাশি টাইটেল বেল্ট প্রদানের মাধ্যমেও সম্মান জানানো হবে। প্রতিযোগিতার মধ্যে ডিজে, রেপার এবং রক সিঙ্গারদেরও সমারোহ থাকবে বলে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে। সমস্ত অনুষ্ঠান ও প্রতিযোগিতায় সংশ্লিষ্ট সকলের উপস্থিত থাকার জন্য অল ত্রিপুরা অ্যামেচার মোয়াইথাই এসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রসেনজিৎ সিংহ আমন্ত্রণ জানিয়েছেন।