বাজারিছড়া (অসম), ১০ ডিসেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার লোয়াইরপোয়া ব্লকের অধীন বাজারিছড়ায় একই রাতে তিন-তিনটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে।
জানা গেছে, শুক্রবার গভীর রাতে বাজারিছড়ার কালাছড়াস্থিত সুরুচি ট্রেডার্স, বিক্রম সিংহের স্টেশনারি দোকান ও লাগোয়া রাজু চন্দের হোটেলে চোরের দল হানা দিয়ে নগদ টাকা সহ একটি ডিভিআর বক্স এবং দোকানগুলির বেশ কিছু সামগ্রী নিয়ে গেছে। আজ শনিবার সকালে বিষয়টি নজরে পড়ে দোকানদারদের।
এদিন সকালে তাঁরা দোকান খুলে হতভম্ব হয়ে পড়েন। চোরেরা সুরুচি ট্রেডার্সের পেছনে টিনের বেড়া কেটে দোকানে প্রবেশ করে সিসি টিভির ডিভিআর বক্স খুলে নেয়। পরে চোরের দল দোকানের ক্যাশ বাক্সের তালা ভেঙে খুচরো টাকা হাতিয়ে নিয়েছে।
এদিকে বিক্রম সিংহের স্টেশনারি দোকান থেকে একইভাবে নগদ টাকা সহ দোকানের প্রায় চার হাজার টাকার সামগ্রী হাতিয়ে নিয়েছে চোরেরা। সেই সঙ্গে পার্শ্ববর্তী রাজু চন্দের হোটেল ঢুকে তাঁর ক্যাশবাক্স থেকেও নগদ ২৬০০ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে।
ঘটনাগুলি বাজারিছড়া থানায় জানালে সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে তিনটি চুরি যাওয়া দোকনের প্রাথমিক তদন্ত শুরু করে। বর্তমানে সিসি টিভির ফুটেজ খতিয়ে দেখে এ কাণ্ডে জড়িতদের আটক করতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয় পুলিশ।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে বৃহত্তর বাজারিছড়ায় এভাবে একাধিক দোকান এবং জনগণের বাড়িতে চুরিকাণ্ড সংগঠিত হলেও আজ পর্যন্চ একটি ঘটনার কিনারা করা বা চোরদের হদিশ বের করতে ব্যর্থ হয়েছে স্থানীয় পুলিশ। এতে পুলিশের ভূমিকায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। এবারও শীতের মরশুম শুরু হতেই চোরদের দাপট মাথাচাড়া দিয়ে ওঠায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা। রাতে পুলিশি টহল না থাকায় এমন হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। সমস্যাথ নিরসনে এলাকার ভুক্তভোগীরা গোটা এলাকায় প্রতি রাতে পুলিশি টহল জোরদার করতে পুলিশ সুপার পদ্মনাভ বরুয়ার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।