তেলিয়ামুড়ায় ঘরে ঘরে বিজেপি অভিযান

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৯ ডিসেম্বর৷৷   উদ্দেশ্য ২০২৩ সালে নির্বাচন৷ কোন প্রকার খামতি রাখতে নারাজ শাসক বিজেপি দল৷ আর সেই জন্য ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঘর ঘর বিজয় অভিযান গোটা রাজ্য জুড়ে চলছে৷বাদ নেয় ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রেও৷ শুক্রবার রাজ্যের বিধানসভার মুখ্য সচেতন তথা ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়ের নেতৃত্বে ঘর ঘর বিজয় অভিযানে নামেন ৪৯ নং বুথ কেন্দ্রে৷
 এদিন রাজ্য বিধানসভার মুখ্য সচেতন তথা ২৮ তেলিয়ামুড়া বিধানসভার কেন্দ্রের বিধায়িকা সহ বিজেপির অন্যান্য কর্মকর্তা সহ নেতৃত্বরা ঘড়ঘর বিজয় অভিযান করে৷ ঘর ঘর বিজয় অভিযানের উদ্দেশ্য রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জনগণদের জন্য সরকার কি কি উন্নয়ন মুখী কাজকর্ম করেছে তা জনগণদের কাছে  তুলে ধরা৷ আর সেই উদ্দেশ্যে ৪৯ নং বুথ কেন্দ্রে ঘড় ঘড় বিজয় অভিযানের মাধ্যমে জন সম্পর্ক করে৷ নবীন প্রবীণ ভোটার সহ পরিবারগুলি সরকারিভাবে কি কি সুযোগ সুবিধা পেয়েছে তা প্রত্যেকটি পরিবারের সদস্যদের কাছ থেকে শুনেন বিদায়িকা কল্যাণী রায়৷ এই জনসম্পর্ক অভিযান এর মধ্য দিয়ে কোন কোন পরিবার গুলি সরকারি সুযোগ-সুবিধা এখন অব্দি পাননি সেই ব্যাপারেও খোঁজখবর নেন৷ এই ঘর ঘর বিজয় অভিযান এর অঙ্গ হিসেবে জনসম্পর্ক অভিযান কালে মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন, বর্তমান ডবল ইঞ্জিনের সরকার প্রতিনিয়তই জনগণদের স্বার্থে কাজ করে যাচ্ছে৷ কারণ সরকার জনগণদের প্রতি দায়বদ্ধ৷ তিনি আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়নমূলক প্রকল্প গুলি জনগণদের কাছে পৌঁছে দেওয়া৷ কি কি? তোমার রয়েছে জনগণদের স্বার্থে সেগুলি জনগণদের কাছে তুলে দেওয়ার লক্ষ্যে ঘর ঘর বিজয় অভিযান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *