কলকাতা, ৮ ডিসেম্বর (হি. স.) : তারাতলা মোড়ের কাছেই এক অ্যাম্বাসেডরের ধাক্কায় মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের। বুধবার রাত সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে। মৃতের নাম অমিত চক্রবর্তী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত ১২ টা ২০মিনিট নাগাদ তারাতলা মোড়ে একটি অ্যাম্বাসেডর তারাতলার কর্মরত সিভিক ভলেন্টিয়ার অমিতকে সজোরে ধাক্কা মারে। অমিতকে ধাক্কা মেরে গাড়িটি সজোরে গিয়ে ধাক্কা মারে মেট্রো রেলের পিলারে। কর্তব্যরত বাকি ট্রাফিক পুলিশ কর্মীরা গুরুতর আহত অবস্থায় অমিতকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত চালককে।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, গাড়িটির গতিবেগ স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি ছিল। তারাতলা মোড়ে রীতিমত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। সিভিক ভলেন্টিয়ারকে ধাক্কা মেরে গাড়িটি এমনভাবে পিলারে ধাক্কা মারে, যাতে সামনের অংশ একেবারে দুমড়ে মুছড়ে যায়। এর আগে উল্টাডাঙাতেও একই ধরনের দুর্ঘটনা ঘটেছে।

