নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.) : দিল্লি পৌর কর্পোরেশন নির্বাচনে আম আদমি পার্টি(আপ) একটি দুর্দান্ত জয় পেতে চলেছে বলে দাবি করলেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। মঙ্গলবার তিনি বলেন, আম আদমি পার্টি দিল্লি এমসিডিতে দুর্দান্ত জয় পেতে চলেছে। জনসাধারণ আবারও বিজেপির মিথ্যা, ষড়যন্ত্র এবং অসৎ রাজনীতির পরিবর্তে অরবিন্দ কেজরিওয়াল জির দৃঢ় সততা এবং কর্মক্ষম রাজনীতিকে বেছে নিতে চলেছে।তিনি বলেন, বিজেপি দিনরাত মিথ্যা বলেছে, প্রতিদিন নতুন নতুন ষড়যন্ত্র করেছে। অরবিন্দ কেজরিওয়ালের মানহানি করার চেষ্টা করেছে, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। গোটা দেশ যে আম আদমি পার্টি একটি কট্টর সৎ দল এবং বিজেপির সমস্ত অভিযোগ মিথ্যা। ষড়যন্ত্র ও নোংরা রাজনীতিতে উদ্বুদ্ধ।
সিসোদিয়া আরও বলেন, অরবিন্দ কেজরিওয়ালের কট্টর সৎ রাজনীতির গ্যারান্টি এবং এমসিডিতেও কেজরিওয়ালের সরকার এনে, জনগণ তাতে তাদের স্ট্যাম্প লাগাতে চলেছে।