ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর।। দেরিতে হলেও দীপক ক্ষৈত্রী প্রস্তুতি ম্যাচে ফের প্রমাণ করে দেখিয়েছে যে তার ব্যাটেও রান আসে। প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে দীপক ক্ষৈত্রীর শতক পুনরায় নির্বাচকদের নজর কেড়েছে। রাজ্য রঞ্জি দল গঠনের লক্ষ্যে এমবিবি স্টেডিয়ামে তিন দিনের প্রস্তুতি ম্যাচ আজ শেষ হয়েছে। শিবিরে সম্ভাব্য ক্রিকেটারদের দু’দলে বিভক্ত করে প্রস্তুতি ম্যাচ দেখে নির্বাচকরা চূড়ান্ত দল গঠনের লক্ষ্যে এগুচ্ছেন। তৃতীয় তথা অন্তিম দিনের খেলায় ওপেনার বিক্রম কুমার দাসের ৬৬ রান এবং দীপক ক্ষৈত্রীর শতক (১০৩ রান) উল্লেখযোগ্য। এক ঘন্টা ৪১ মিনিট মাঠে থেকে ৬৮ বলের মুখোমুখি হয়ে শুভম ঘোষ ৩৪ রান সংগ্রহ করে কিছুটা নজর কাড়তে সক্ষম হয়েছে। দীপক ১০৩ রান পেয়েছে ৯৯ টি বল খেলে ১৬ টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে। বোলিং লাইন আপে অমিত আলী তাঁর দক্ষতা দেখাতে পেরেছেন। একটি স্পেলে চার ওভার বল করে ১০ রানের বিনিময়ে দুটি উইকেট এবং পরের স্পেলে ১৩ ওভার বল করে দুটি মেডেন দিয়ে ৭০ রানের বিনিময়ে চারটি উইকেট দখল করে চূড়ান্ত দলে স্থান করে নেওয়ার সম্ভাবনাকে উজ্জ্বল করে নিয়েছে। দিনের শুরুতে টিম বি অবশিষ্ট উইকেট হাতে নিয়ে ব্যাট করতে নেমে দলকে ৪১৮ রানে উন্নীত করে ডিক্লেয়ার ঘোষণা করে দেয়। রজত দে ৫১ রানে অপরাজিত থাকে। জবাবে ব্যাট করতে নেমে টিম-এ দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৫৮ ওভার খেলার সুযোগ পায়। ইতিমধ্যে ৫ উইকেট হারিয়ে ২৩৭ রান সংগ্রহ করে। উল্লেখ্য রঞ্জিত ট্রফির, রাজ্য দলের প্রথম ম্যাচ গুজরাটের বিরুদ্ধে। ১৩ ডিসেম্বর থেকে এই এমবিবি স্টেডিয়ামেই। ইতিমধ্যেই রঞ্জি ট্রফির জন্য চূড়ান্ত দল গঠনের লক্ষ্যে নির্বাচকরা তাঁদের কাজ গুটিয়ে নিচ্ছেন।