সুরাটে বিজয় মার্চেন্ট ট্রফি মঙ্গলবার থেকে আসাম-ত্রিপুরা ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর।। অসমের বিরুদ্ধে একজন অতিরিক্ত ব্যাটসম্যান নিয়ে প্রথম একাদশ গড়বে ত্রিপুরা। এমনই পরিকল্পনা নিয়েছেন ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। সুরাটের কোলভাট স্টেডিয়ামের উইকেট স্পেন বোলারদের সহায়ক। তাই সিদ্ধান্ত নেওয়া হয় একজন পেসার কমিয়ে একজন অতিরিক্ত ব্যাটসম্যান নেওয়ার। ওই অবস্থায় ঘুরে দাড়ানোর লক্ষ্যে আজ থেকে অসমের মুখোমুখি হচ্ছে ত্রিপুরা। অনূর্ধ্ব-‌১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে। সুরাটের কোলভাট স্টেডিয়ামে হবে ম্যাচটি। ওই ম্যাচে মাঠে নামার আগে সোমবার শেষ প্রস্তুতি সেরে নেয় দুদলের ক্রিকেটাররা। অসম প্রথম ম্যাচে সিকিমের বিরুদ্ধে জয় পেলেও ত্রিপুরা হেরে গিয়েছিলো মহারাষ্ট্রের বিরুদ্ধে। টসে জয়লাভ করলে প্রথমে ব্যাটিং নেওয়ার পরিকল্পনা নিয়েছে ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। সুরাট থেকে টেলিফোনে ত্রিপুরার কোচ রাশু দেব দত্ত বলেন,”এখানের উইকেট প্রথম দিনের পরই ভেঙ্গে যায়। দাপট দেখায় স্পিনাররা। ব্যাট করা সহজ নয়। তাই আজ টস একটা বড় ফ্যাক্টর হয়ে দাড়াবে”। এদিন সকালে প্রায় সাড়ে ঘন্টা অনুশীলন করে ত্রিপুরা দলের ক্রিকেটাররা। শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে নেটে দীর্ঘসময় ব্যাটে-‌বলের লড়াই হয়। প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের হয়ে গোড়াপত্তন করবে দলনায়ক দীপঙ্কর ভাটনাগর এবং দেবাংশু দত্ত। এরপর যথাক্রমে আসবেন আয়ুষ দেবনাথ, বিশাল শীল, শুভজিৎ দাস, সৌরদীপ দেববর্মা, অলরাউন্ডার অভিক পাল। থাকবেন অতিরিক্ত ব্যাটসম্যানও। সোমরাজের দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশী। বোলার হিসাবে থাকে রিয়াদ গুসেন, রাকেশ রুদ্রপাল, দ্বীপ দেব এবং শরিফ উদ্দিন। বোলারদের থেকে একজনকে দলের বাইরে রাখা হবে। মহারাষ্ট্র ম্যাচে ব্যর্থতা প্রসঙ্গে, দলে বেশীরভাগ নতুন মুখ। অভিজ্ঞতা নেই বললেই চলে। এখানেই পিছিয়ে পড়েছিলাম আমরা। তবে ওই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছে ছেলেরা। আশাকরি অসম ম্যাচে ঘুরে দাড়াবেই। ঘুরে দাড়ানো আশাবাদী দলনায়ক দীপঙ্কর ভাটনাগরও।‌