শিলচর (অসম), ৫ ডিসেম্বর (হি.স.) : সমাজকল্যাণ বিভাগের অধীনে ২৫ লক্ষ টাকা বরাদ্ধ অর্থে নির্মিত মজুমদার বাজার এলাকার ২৩২ নম্বর কাশিপুর আদৰ্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং ১২৩ নং মজুমদার বাজার আদৰ্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শুভ উদ্বোধন করেছেন শিলচরের বিধায়ক দিপায়ন চক্রবর্তী ।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ সোমবার বিভিন্ন কার্যসূচির মাধ্যমে দুটি আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন শিলচরে বিধায়ক দিপায়ন চক্রবর্তী । বিধায়ক বলেন, এই আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে শিশুদের পরিপূরক পুষ্টি, মৌলিক স্বাস্থ্যসেবা, প্রাক-বিদ্যালয় শিক্ষা সহ সার্বিক বিকাশ সুনিশ্চিত হবে ।
শালচাপড়া আইসিডিএসের অধীনে থাকা সোমবার দুটি কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিপিও মনোজ দাস, সাংসদ প্রতিনিধি পুলক দাস, শালচাপড়ার বিজেপির শিলচর মণ্ডল সভাপতি শ্যামল দেব, বিভাগীয় ইজ্ঞিনিয়ার মৃণাল কান্তি দেব, ভূমিদাতা সুধীররঞ্জন নাথ, তারাপুর জিপির ভারপ্রাপ্ত সভাপতি বিদ্যারতন সিংহ, এপি সদস্যা পাঁপড়ি কর্মকার, বিজেপির সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি মঞ্জিল আলি বড়ভূইয়া, সুপারভাইজার আবিদা মজুমদার সহ অনেকে ।