করিমগঞ্জ (অসম), ৪ ডিসেম্বর (হি.স.) : শিলচর সিলেট উৎসব শেষে বাংলাদেশ ফেরার পথে রবিবার করিমগঞ্জ শহরের এক অভিজাত হোটেল বাংলাদেশের বিদেশ মন্ত্রী ডাঃ এ কে আব্দুল মোমেন সহ বাংলাদেশ প্রতিনিধি দলকে সংবর্ধনা প্রদান করেন করিমগঞ্জ জেলা আমদানি রপ্তানী সংস্থার কর্মকর্তারা ।
বিদেশ মন্ত্রী ডাঃ এ কে আব্দুল মোমেন সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট চ্যাম্বার অব কমার্স ইং ইন্ডাস্ট্রি সভাপতি তাহমিন আহমেদ, সিলেট কয়লা আমদানিকারক সংস্থার চন্দন সাহা সহ অন্যান্যরা অতিথিরা । অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে
বাংলাদেশের বিদেশমন্ত্রী ডাঃ এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দেশের প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ আরও বাড়াবেন । বর্তমানে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভাল, যাকে বলা হয় সোনালি অধ্যায় । বাংলাদেশের পক্ষ থেকে দুই দেশের মধ্যে আরো যেন সুসম্পর্ক গড়ে উঠে সেই চেষ্ঠা অব্যাহত রাখা হবে ।