BRAKING NEWS

করিমগঞ্জে মাদক সামগ্রী বাজেয়াপ্ত করলো বিএসএফ

করিমগঞ্জ (অসম), ৪ ডিসেম্বর (হি.স.) : সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পাচারের পথে বিলেতি মদ বাজেয়াপ্ত করেছেন ৩৭ নং বিএন বিএসএফ । শনিবার গভীর রাতে ভারত বাংলা সীমান্ত এলাকা থেকে মাদক সামগ্রী গুলি বাজেয়াপ্ত করেছেন বিএসএফ এর অভিযানকারী দল ।

গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে এই অভিযান চালায় ৩৭ নং বিএসএফ । এরপর সীমান্ত এলাকা থেকে বাজেয়াপ্ত করা হয় মাদক সামগ্রী গুলি । তবে পাচারের সঙ্গে জড়িত থাকা কোন ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি । রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় পাচারকারীদের দল ।

এ বিষয়ে আজ রবিবার মামলা দায়ের করা হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে । সীমান্তের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে বলে জানা গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *